শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে রোমে শেখ হাসিনির জন্মবার্ষিকী উদযাপিত

শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে রোমে শেখ হাসিনির জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। আবারো সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরবেন বলে বিশ্বাস নেতাকর্মীদের ।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ইতালি আওয়ামীলীগ। রাজধানী রোমের লালন পার্কে শত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ব্যতিক্রমী ভাবে দলীয় নেত্রীর জন্মবার্ষিকী উদযাপন করে দলটি। বিপুল সংখ্যক নারী-পুরুষ শিশুসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। ইটালি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতি এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা পর্বে উপস্থিত ছিলেন, ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সর্বনিপীয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, আবু সাঈদ খান, সহ-সভাপতি শাহ আলম, দীন মোহাম্মদ, ফজলুল হক ভুট্টো , রনি আহমেদ, ইকবাল আহমেদ বাবু, সৈয়দ সুমন,মাহে আলম শ্যামল, জাহাঙ্গীর আলম, জামিল উদ্দিন, ইমরান মাতবরসহ শ্রমিক লীগ মহিলা লীগ ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীরা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তার প্রতি অবিচার করা হয়েছে উল্লেখ করেন তারা।
রাজধানীর রোমে বাংলাদেশের অধ্যুষিত তরপিনাত্তারায় অবস্থিত লালন পার্কে বিকেল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন শেখ হাসিনার জন্মদিনের এই অনুষ্ঠান উপভোগ করতে। আলোচনা শেষে একটি কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ