লিভভের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ বিমান হামলা

পশ্চিম ইউক্রেনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। ৮টি ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।

রোববার স্থানীয় সময় সকালে এই হামলা হয় বলে জানান তারা। লিভভের আঞ্চলিক সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে রুশ হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক ধোঁয়াও দেখা গেছে।

লিভভের মেয়রও সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বলে টুইটারে এক সাংবাদিক জানিয়েছেন।
এখানে ৮টি ক্ষেপনাস্ত্রও ছোড়া হয়েছে। হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে সিএনএনের টিম জানায়, ভোর ৬টার দিকে বহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পশ্চিমের এই শহর ছাড়াও রোববার সকালে ইউক্রেনের বিভিন্ন অংশেই বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা গেছে।  কিয়েভের কাছাকাছি অবস্থান নিয়েছে রুশ বহর।

এর আগে শুক্রবার রাশিয়ান সেনারা পশ্চিমের শহরের একটি বিমানবন্দরে হামলা চালায়।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।  এ পর্যন্ত ১৩০০ ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রেসিডেন্ট জেলেনস্কি।  তার দাবি ইউক্রেনের প্রতিরোধে ১২ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ