র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন আফিফ-সাকিব, তাসকিনের বড় লাফ

আইসিসির প্রকাশিত টি২০-এর সর্বশেষ ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান এবং তরুণ ব্যাটার আফিফ হোসেনের। তাছাড়া সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও এগিয়েছেন।

অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে অনেক দূর এগিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এক লাফে ২৮ ধাপ এগিয়েছেন তিনি।

বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টি২০ র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দুই ধাপ এগিয়ে বর্তমানে আছেন ৩৬ নাম্বারে।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন আফিফ। গত সপ্তাহে ছিলেন ৫৭ নম্বরে। এখন ৫০তম স্থানে আছেন তিনি। অন্যদিকে অধিনায়ক সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে এখন ৬৭তম স্থানে আছেন।

বোলারদের মধ্যে টি২০র র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন শেখ মেহেদি হাসান। আগে তার অবস্থান ছিল ১৬ নম্বরে। সেটি ধরে রেখেছেন তিনি। তাছাড়া ১৯ নাম্বারে থাকা সাকিবের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি।

বোলারদের মধ্যে দুই ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। আগের সপ্তাহে ৩১তম স্থানে থাকা এই পেসার এখন ২৯ নম্বরে অবস্থান করছেন।

অন্যদিকে বড় লাফ দিয়ে তাসকিন আহমেদ অবস্থান করছেন ৭২ নাম্বার স্থানে। পাকিস্তানের পেসার হাসান আলীর সঙ্গে যৌথভাবে এ অবস্থানে আছেন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ