আফজাল হোসেন রোমান:বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। এই বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের
রাষ্ট্রদূত দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি ছড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, নাচ গান আর দেশীয় সাজে সজ্জিত হয়ে বাংলা নতুন বছরকে বরণ
্ক্রতে রোমের নারী পুরুষ এবং শিশুরা হাজির হয়েছিল একটি অডিটরিয়ামে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মঙ্গল শোভাযাত্রার কর্মসূচি বাতিল করা হলেও নতুন
বছরকে বরণ করতে নানা আয়োজন ছিল শনিবার। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এই বর্ষবরণ উৎসবের প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে দেশীয় দৃষ্টি ও সংস্কৃতি ছড়িয়ে দেবার আহবান জানিয়েছেন।
“সনাতনী বাঙালি”আয়োজিত এই বর্ষবরণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন ইতালির
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি দীন মোহাম্মদ ও ফজলুল হক ভুটু। অনুপ কুমার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আগত নারীরা নতুন বছরকে বরণ করে নিতে পেরে বেশ আনন্দত।পবিত্র রমজান মাস চলার কারণে বরাবরের
মতো খোলা পার্কে কিংবা বাইরে এবার বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়নি। তবে শনিবারের অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণ ছিল।
