রোমে মহিলা সংস্থা ইতালী’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিনহাজ হোসেন নগর সম্পাদক: রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, রোজার সবচেয়ে বড় অর্জন আল্লাহর সন্তুষ্টি লাভ। পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের মতো এবারও মহিলা সংস্থা ইতালী উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রোমের তরপিনাত্তারায় সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রওশনারা মুন্নি, সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তারসহ সংগঠনের অন্যান নেতৃবৃন্দ।

এসময় অন্যান্য সংগঠনের মধ্যে অংশগ্রহণ করেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, বৃহত্তর ঢাকা সমিতি ইতালি, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি, ধূমকেতু সোসাল অর্গেনাইজেশন ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ইতালি, চ্যানেল এস দর্শক ফোরাম ইতালি, জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালি, বিশ্ব‌ সংঙ্গীত কেন্দ্র রোম ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন


রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় নারীরাও এগিয়ে দেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে মিলেমিশে বসবাস করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শেষে ইতালিসহ সারা বিশ্বে বসবাসরত প্রবাসী এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ