ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনের পর ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোমে ফিরছেন।
আগামীকাল রোববার সন্ধ্যায় এই দুই নেতা রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দা ভিঞ্চিতে ল্যান্ড করবেন বলে আশা করা যাচ্ছে।
এদিকে বিজয়ী এই দুই নেতার অপেক্ষায় রয়েছেন দলীয় নেতা কর্মীরা। তারা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অভ্যর্থনা জানানোর ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
ইতালি আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে সাবেক সকল নেতাই তাদের জন্য অপেক্ষায় রয়েছেন। তাদেরকে নির্বাচনে করে বিমানবন্দর থেকে রোমে আনা হবে এবং রাতে রোমের একাধিক স্থানে আচশবাজি ফুটানো হবে।
গত ২০ অক্টোবর গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইতালি আওয়ামী লীগের আনুষ্ঠানিক বৈঠকে, দলীয় প্রধানমন্ত্রী মৌখিক
অনুমোদনের পর লিখিতভাবেও অনুমোদন দেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বাধীন কমিটিকে।ইতিমধ্যেই দলীয় নেতা কর্মীদের মধ্যে কাউন্ট ডাউন শুরু হয়েছে। তারা সময়ের অপেক্ষা করছেন-কখন আসবেন তাদের প্রিয় দুই নেতা।
