রোমের মেট্রো সি’র কাজের সুবিধার্থে ভেনিসিয়া চত্বরে নতুন ট্র্যাফিক ব্যবস্থা চালু

রোম মেট্রো সি সাবওয়ে স্টেশনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার সুবিধার্থে শহর কর্তৃপক্ষ রোববার (১৬ নভেম্বর) থেকে ভেনিসিয়া চত্বরে একটি নতুন ও দীর্ঘমেয়াদী একমুখী ট্র্যাফিক ব্যবস্থা চালু করেছে। এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে এবং কেন্দ্রীয় রোমের ট্র্যাফিক প্রবাহকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে।

ভেনিসিয়া চত্বরে সাবওয়ে স্টেশনের জন্য নির্ধারিত নির্মাণস্থলটি জেনারেল ভবনটির বিপরীতে স্থানান্তরিত হয়েছে। এর ফলস্বরূপ ট্র্যাফিক চলাচলকে এখন ভেনিসিয়া প্রাসাদের সংলগ্ন সড়কে সরিয়ে আনা হয়েছে।

ট্র্যাফিক ভেনিসিয়া প্রাসাদের পাশ দিয়ে যাওয়া চারটি নতুন লেনের একমুখী ব্যবস্থা অনুসরণ করবে। এই লেনগুলি নিম্নোক্ত সড়কগুলির দিকে পরিচালিত হবে; ভিয়া সিজারে বাত্তিস্তি, পিয়াজ্জা সান মার্কো, ভিয়া দি সান ভেনানজিও, পিয়াজ্জা দেল’আরাকোলি ও পিয়াজ্জা সন্তি আপোস্তলি।

এই নতুন বিন্যাসে গাড়িগুলি ডান দিকে ভিয়া দেল করসো বা ভিয়া সিজারে বাত্তিস্তি এবং বাম দিকে ভিয়া দেল প্লেবিশিতো পৌঁছাতে পারবে।

অন্যদিকে, ভিয়া সিজারে বাত্তিস্তি এবং ভিয়া দেল করসো থেকে পিয়াজ্জা দেল’আরাকোলি এবং ভিয়া দেল তেত্রো দি মার্চেলো এর দিকে গমনে ইচ্ছুক ট্র্যাফিককে এখন ভিয়া দেল প্লেবিশিতো এবং ভিয়া দ’আরাকোলি এর বিকল্প পথ ব্যবহার করতে হবে।

তবে, ভিয়া দেল তেত্রো দি মার্চেলো থেকে ভিয়া দেল প্লেবিশিতো, ভিয়া দেল করসো এবং ভিয়া সিজারে বাত্তিস্তি এর দিকে আসা যানবাহনগুলি আগের মতোই ভেনিসিয়া চত্বরের উপর দিয়ে যেতে পারবে।

প্রথম দুই সপ্তাহ নতুন ট্র্যাফিক ব্যবস্থা মসৃণভাবে চালু রাখার জন্য ভেনিসিয়া চত্বরে কমপক্ষে ২০ জন ট্র্যাফিক পুলিশ অফিসার মোতায়েন থাকবেন। এছাড়াও নতুন ট্র্যাফিক প্রবাহের কারণে বেশ কয়েকটি সিটি বাসের রুটও পরিবর্তন করা হয়েছে।

রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি জানিয়েছেন, ২০২৩ সালে শুরু হওয়া এই নির্মাণ কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে। তিনি আশা প্রকাশ করেছেন যে ১০ বছরব্যাপী এই গুরুত্বপূর্ণ সাবওয়ে স্টেশন প্রকল্পটি ২০৩৩ সালের সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ