মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার হবে রোমানিয়া-বুলগেরিয়া বলে মতামত ব্যক্ত করেন রোমানিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী। পূর্ব ইউরোপের ২০ মিলিয়ন নাগরিকের বসতির দেশ রোমানিয়া। আয়তনে বাংলাদেশের দ্বিগুণ। প্রতিবেশী শিল্পোন্নত দেশগুলোর অনেক ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে এ দেশটিতে। চলছে বহুতল ভবন নির্মাণ আধুনিক নগরী গড়ার তাগিদে। পাশাপাশি রয়েছে জাহাজ শিল্প। এসব প্রতিষ্ঠানে প্রয়োজন হচ্ছে দক্ষ শ্রমিকের। বিগত ২-৩ বছরে ৩০ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক এসেছে রোমানিয়ায় বৈধভাবে।
বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছেন প্রায় দুইশ জন। আরও ৪ হাজার শ্রমিক আসা প্রক্রিয়ারত। নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে বুলগেরিয়া, মালডোবা, উত্তর মাসডোনিয়ায়। এসব দেশে গার্মেন্টস শ্রমিক ও নার্স আসতে পারবেন বলে রাষ্ট্রদূত দাউদ আলী জানান।
MOU মানে মেমোরানডাম অব আনডারস্টাংডিংয়ে পলিটেকনিক বিশ্ববিদ্যালয় বৃত্তি নিয়ে পড়তে আসারও সুযোগ তৈরি হয়েছে। এখানে কর্মরত বাংলাদেশি শ্রমিক এরান শিকদার বৈধভাবে আসতে পেরে সন্তোষ প্রকাশ করে। ব্যবসায়ী মিজানুর রহমান মিঠু ও রোমানিয়ান আয়কর উকিল পেটরিয়া লিপু বাংলাদেশিদের বৈধভাবে আসার অনুরোধ করেন। তবে একটি সূত্র জানিয়েছে অনেকে রোমানিয়া এসে অবৈধভাবে জার্মানি, ইতালিসহ উন্নত ইউরোপে চলে যায়। এটা বন্ধ না হলে রোমানিয়ার শ্রমবাজারটা বাংলাদেশের হাতছাড়া হয়ে যেতে পারে।