রোনালদোকে ভিড়িয়ে লাভ হয়নি: ওয়েন রুনি

ঘরের ছেলে ঘরে ফেরায় উৎসব লেগেছিল ওল্ড ট্রাফোর্ডে। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের প্রত্যাশা পূরণের মিশনটা খুব জমকালোভাবেই শুরু করেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোলে রাঙান প্রত্যাবর্তন। তবে সিআরসেভেন ফেরায় আদতে ম্যানইউর ধার বাড়েনি। প্রিমিয়ার লীগে সপ্তম স্থানে থাকা রেড ডেভিলরা চ্যাম্পিয়নস লীগেও হয় ব্যর্থ। আর তাই রোনালদোকে ফেরানোর সিদ্ধান্তকে ভুল মনে করছেন সাবেক ম্যানইউ ফরোয়ার্ড ওয়েন রুনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রোনালদো-রুনি। বয়সে পর্তুগিজ সুপারস্টারের চেয়ে ১ বছরের ছোট ইংলিশ তারকা রুনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারে নাম লেখানো রুনিকে দেখলে মনে হয় পঞ্চাশোর্ধ্ব পুরুষ।

তবে ৩৭ বছর বয়সেও ফিটনেসের বলে জাদু দেখিয়ে চলেছেন রোনালদো। চলতি মৌসুমে রেড ডেভিলদের হয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি (১৮)। আপন আলোয় উজ্জীবিত থাকলেও রুনির ধারণা, রোনালদোকে নেয়ার সিদ্ধান্ত কাজে দেয়নি। রুনির মতে তরুণ প্রতিভাদের দলে ভেড়ানো উচিত।

স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে রুনি বলেন, ‘এ মুহূর্তে আপনাকে না বলতেই হবে। সে গোল করছে, চ্যাম্পিয়নস লীগের শুরুতে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছে। টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করেছে। কিন্তু ক্লাবের ভবিষ্যতের দিকে তাকালে আগামী দুই বা তিন বছরে তরুণ, ক্ষুধার্ত খেলোয়াড়দের নিয়ে এগোলেই ইউনাইটেডের জন্য সবচেয়ে ভালো হবে।’

রোনালদো নৈপুণ্য দেখিয়ে চললেও তার বয়সই বড় সমস্যা রুনির চোখে। তিনি বলেন, ‘আস্তে আস্তে ক্রিস্টিয়ানোর মধ্যে জড়তা দেখা যাচ্ছে। সে এখন আর বিশ বছরের না, আর এটাই হবে, এটাই ফুটবল। সে এখনো গোলের সামনে হুমকি। তবে খেলার বাকি অংশে ম্যানইউর আরো বেশি কিছু দরকার। ওদের আরো তরুণ এবং ক্ষুধার্ত খেলোয়াড় দরকার।’
রুনি বলেন, ‘ওদের ভালো তরুণ খেলোয়াড় আছে। জ্যাডন সানচো আগামী বছর আরো ভালো হবে। মার্কাস রাশফোর্ডও ভালো করতে। আমার ধারণা, জেসে লিনগার্ডকেও রাখা দরকার, স্কট ম্যাকটমিনেও ভালো করছে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ