রুশ হামলার পর কিয়েভে বন্ধ টিভির সম্প্রচার (ভিডিও)

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সম্প্রচার টাওয়ারটি রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর সিএনএনের।

দিনের আলোতেই সম্প্রচার টাওয়ারের পাশে বোমা হামলা চালানো হয়।

হামলার পর টাওয়ারটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।  এ হামলার বেশ কয়েকটি ভিডিও এখন সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগ টিভি চ্যানেলের সম্প্রচার লম্বা সময়ের জন্য বন্ধ থাকবে। যদি বিকল্প কোনো উপায় দ্রুত বের না করা যায় তাহলে সময়টা দীর্ঘ হতে পারে।

তবে রাশিয়া ইচ্ছাকৃতভাবে কিয়েভের প্রধান সম্প্রচার টাওয়ারে হামলা চালিয়েছে ক্ষতিগ্রস্থ করেছে না-কি ভুলে আঘাত করেছে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, টিভি টাওয়ারের কাছে চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ৪০ মাইল  দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে সকল মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয় যাচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা রাশিয়ার এ বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তারা।

সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ