রাশিয়া আসলে ইউক্রেনের সরকার পরিবর্তন চায়: ব্লিঙ্কেন

ইউক্রেনে হামলার পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য পরিষ্কার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি বলেন, আমি এটা বিশ্বাস করি যে, পুতিন আসলে চান ইউক্রেনের সরকার পরিবর্তন করতে। এ কারণেই এ হামলা। খবর এবিসি ও বিবিসির।

একটি মার্কিন সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বড় বড় শহরগুলোতে হামলা করা ‘রাশিয়ার পরিকল্পনার অংশ’।

এর পাশাপাশি রাশিয়ার উদ্দেশ্য ইউক্রেনের উত্তর, পূর্ব এবং দক্ষিণ সীমান্তগুলো দিয়ে বহুমুখী হামলা চালানো।

এসব হামলার বিষয়ে ন্যাটোর ভূমিকাও স্পষ্ট করেন ব্লিঙ্কেন। তিনি জানিয়ে দেন, হামলাগুলোতে শুধু নীরব দর্শক হয়ে রইবে না যুক্তরাষ্ট্র।

ন্যাটোর সহযোগী রাষ্ট্রগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ন্যাটোর কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলা এলে ন্যাটোর সব সদস্যের ওপরই হামলা।

ইউক্রেনে রুশ হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানও স্পষ্ট করেন ব্লিঙ্কেন। তিনি বলেন, প্রেসিডেন্ট এ ব্যাপারে একেবারে দৃঢ় অবস্থানে আছেন।

ন্যাটোর আওতাভুক্ত প্রতিটি এলাকা রক্ষা করা হবে। ইউক্রেন হামলার পর সবচেয়ে কঠোর প্রতিরোধ এখান থেকেই হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ