উক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে রাশিয়ার প্রায় ১৫০০ মিডিয়া চ্যানেল ব্লক করেছে ইউক্রেন।
এক বিবৃতিতে ইউক্রেনের পুলিশ জানিয়েছে, আমরা আগ্রাসী ১৫০০ মিডিয়া আউটলেট ব্লক করে দিয়েছি। খবর বিবিসির।
ব্লক হওয়া এসব চ্যানেলের প্রায় ১৫ মিলিয়ন শ্রোতা ছিল বলে জানানো হয়। এছাড়াও যুদ্ধাপরাধ এবং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের মৃত্যুর ন্যায্যতা প্রমাণ করে এমন ৩ হাজার ১৭৮টি প্রকাশনা সরিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ আরও বলেছে, ইউক্রেনীয় ওয়েব ব্যবহারকারীদের দায়ের করা অভিযোগের পর এসব মিডিয়া চ্যানেল এবং অভিযুক্ত প্রকাশনা সরিয়ে নেওয়া হয়।