রাশিয়ার হামলায় সেই রাসায়নিক কারখানায় আগুন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের আজত রাসায়নিক কারখানা রাশিয়ার ছোড়া গোলায় আগুন লেগে গেছে। সেখানে ‘লাগাতার’ হামলা চলছে বলে দাবি করেছেন লুহানস্কের মেয়র সেরহি হাইদাই। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হাইদাই এক ইউক্রেনীয় টিভিকে বলেন যে আজত প্ল্যান্টের ক্ষতিগ্রস্ত রেডিয়েটর থেকে কয়েক টন তেল লিক হওয়ার পরে শনিবার ওই আগুনের সূত্রপাত হয়।

আজত রাসায়নিক কারখানায় কয়েক ঘন্টা ধরে ব্যাপক গোলাগুলি চলছে বলে হাইদাই জানিয়েছেন।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এবং আগুন নেভানো হয়েছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

ইউক্রেনের কর্মকর্তাদের ধারণা আজভ প্লান্টের ভূগর্ভস্থ বোম শেল্টারে প্রায় ৮০০ বেসামরিক লোক লুকিয়ে আছে।

সেভেরোদোনেৎস্কের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে হাইদাই বলেন, পরিস্থিতি ‘কঠিন, তবে নিয়ন্ত্রণে’।

এদিকে, আজত রাসায়নিক কারখানা রাশিয়ান বাহিনীর ঘিরে ফেলার খবর ‘রাশিয়ান প্রোপাগনিস্টদের প্রচার করা মিথ্যা’ বলে দাবি করেছেন হাইদাই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ