রাশিয়াকে সহযোগিতা, ইসরাইলের নিন্দায় ইউক্রেন

চলমান উত্তেজনার মধ্যে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ এনে ইসরাইলের নিন্দা করেছে ইউক্রেন। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিয়েভে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কিকে তলব করেছিলে এবং রাশিয়া সঙ্কট নিয়ে কথা বলেছে।

হিব্রু চ্যানেল সেভেন-এর খবরে বলা হয়, ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য মস্কোর সাহায্য চেয়েছে ইসরাই। এর পরেই রাষ্ট্রদূতকে তলব করা হয়।

রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করতে ইসরাইলের কাছ থেকে আয়রন ডোম সিস্টেম কিনতে চেয়েছিল ইউক্রেন। কিন্তু চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরাইল সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

‘বিশ্বায়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিদ্রোহ’ বইটির লেখক নাদাব ইয়াল বলেছেন, ‘ইসরাইল যেকোন মূল্যে রাশিয়া এবং ইউক্রেন সংকট থেকে নিজেদের দূরে রাখতে চায়। তাই কিয়েভের হাতে ‘আয়রন ডোম সিস্টেম’ তুলে দিয়ে রাশিয়ানদের বিরাগভাজন হতে চায়নি।

তিনি বলেন, তেল আবিব এই বিষয়টি নিয়ে বেশ সতর্ক। কারণ সিরিয়া সীমান্তে যদি রাশিয়ান সেনা মোতায়েন করে তাহলে ইসরাইলের উপর নেতিবাচক প্রভাব পড়বে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ