রাশিয়াকে মিসাইল ও ড্রোন দেওয়ার ‘কথা’ দিয়েছে ইরান

সংবাদ সংস্থা রয়টার্সকে ইরানের দুইজন কূটনীতিক বলেছেন, রাশিয়াকে মিসাইল এবং আরও ড্রোন দেওয়ার কথা দিয়েছে ইরান।

৬ অক্টোবর এ নিয়ে রাশিয়া-ইরানের চুক্তি হয়। এদিন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার, ইরান রেভ্যুলেশনারী গার্ডের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দুইজন কর্মকর্তা রাশিয়ার মস্কো সফরে যান। তারা রাশিয়ায় অস্ত্র সরবরাহ নিয়ে কথা বলতে যান।

ইরানের একজন কূটনীতিক এ সফর সম্পর্কে জানিয়েছেন, রাশিয়ানরা আরও ড্রোন এবং আরও উন্নত নিখুঁত মিসাইল চেয়েছে, বিশেষ করে ফাতেহ এবং জোলফাঘার মিসাইল।

ওই কূটনীতিক আরও বলেছেন, এগুলো (অস্ত্র) কোথায় ব্যবহার হবে সেগুলো বিক্রেতার (ইরানের) দেখার বিষয় না। আমরা পশ্চিমাদের মতো ইউক্রেন যুদ্ধে পক্ষ নেইনি। আমরা কূটনীতির মাধ্যমে এ দ্বন্দ্বের অবসান চাই।

তিনি দাবি করেছেন, রাশিয়াকে অস্ত্র দিয়ে ইরান ২০১৫ সালের জাতিসংঘের রেজ্যুলেশন ভঙ্গ করেনি। এ রেজ্যুলেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ আরও ছয়টি দেশের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল ইরান।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ