সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও নেতাকর্মীদের মুক্তি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলসহ পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।
সোমবার সকালে আজিমপুর বাসস্টান্ড, জুরাইন রেলগেট, ডেমরা, শাহজাহানপুর, বাসাবো ও হাজারীবাগে রেলপথ এবং সড়কপথ বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।
আজিমপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য শামিউল ইসলাম, মতিউর রহমান, সাইফুল আলম,আব্দুল মালেক প্রমুখ।
মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। মিছিলটি শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা হাউজিংয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় উত্তরের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ আবু নকীব, অ্যাডভোকেট আব্দুল হামিদ, হাবিবুল্লাহ রুমী, আব্দুর রকীব ও রিমন তমাল, ছাত্রনেতা আসাদুজ্জামান ও তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানীর উত্তরা, দক্ষিণখান, পল্লবী, বাড্ডা ও মালিবাগ এলাকায়ও বিক্ষোভ মিছিল করছে দলটির নেতাকর্মীরা।