বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বৈঠক করেছেন।
এ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার লাভরভ।
তাকে প্রশ্ন করা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন কি না?
এমন প্রশ্নের জবাবে লাভরভ বলেছেন, নির্দিষ্ট ইস্যু নিয়ে কথা বলতে যদি জেলেনস্কি রাজি থাকেন তাহলে পুতিন অবশ্যই কথা বলবেন।
লাভরভ নির্দিষ্ট ইস্যু বলতে নিজেদের দাবিগুলোর কথা বলেছেন।
রাশিয়ার দাবি হলো ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য হতে পারবে না। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং লুহানস্ক ও দোনেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
এদিকে তুরস্কের আঙ্কারায় রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বহুল প্রতীক্ষিত এ বৈঠকটি হয়।
এই বৈঠক নিয়ে বিশ্ববাসীর বড় প্রত্যাশা থাকলেও সেরকম কিছু হয়নি।
সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বৈঠকে কোনো ফলাফল আসেনি।
কারণ রাশিয়া ইউক্রেনকে আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়েছে। যা ইউক্রেন কখনো মেনে নেবে না।
ইউক্রেনে যুদ্ধ বিরতি ও মারিউপোলে মানবিক করিডোর তৈরির জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক কোনো কিছু বলেননি।
সূত্র: রয়টার্স