যুদ্ধ নয় শান্তি চাই” শ্লোগানে ইতালিতে জালালাবাদ এসোসিয়েশনের আলোচনা সভা

মিনহাজ হোসেন ইতালি থেকেঃ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার ১৩ তম দিন। যুদ্ধ বিরোধী প্রতিবাদ ও সমাবেশ বিশ্ব ব্যাপী চলছে। ইতালিতেও চলছে সর্ব সাধারণ ও মানবাধিকার সংস্থার যুদ্ধের প্রতিবাদ এবং বন্ধের আহ্বান।
“যুদ্ধ নয় শান্তি চাই” স্লোগানে ইতালি রাজধানী রোমে সোমবার মানবাধিকার সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক নেতৃবৃন্দদেদের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন” যুদ্ধ কোন সমস্যার সমাধান হতে পারেনা। এই যুদ্ধের প্রভাব জীবন ধারণের প্রতিটি অংশে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে।
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিটি ক্ষেত্র বিপর্যয়ের মুখে রয়েছে।
বক্তারা আরো বলেন” ইতিমধ্যেই জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের উর্ধগতিতে জন জীবন আতঙ্কে রয়েছে, অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হবার আশঙ্কায় রয়েছে প্রতিটি মানুষ।”
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক কোষাধ্যক্ষ মোঃ শাহিন, সাবেক প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক নুরুল হোসেন মুন্না, সাবেক সহ ক্রীড়া সম্পাদক রুবেল আহমেদ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন এছাড়াও সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, জাতীয় অনলাইন প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মনজুর হোসেন মঞ্জু, সদস্য জহুরুল হক রাজু, নোয়াখালী আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, মহিলা সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলী, নার্গিস আক্তার সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ