ওয়ানডে বা টি-টোয়েন্টিতে যতটা ভয়ংকর মোস্তাফিজ, টেস্টে ওভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ৭১ ওয়ানডেতে ১৩১ উইকেট এবং ৬৩ টি-টোয়েন্টিতে ৮৭ উইকেট রয়েছে ফিজের। তবে মোস্তাফিজের টেস্ট না খেলাটা হতাশ করেছে বাংলাদেশের পেস বোলিং কোচ ডোনাল্ডকে।
ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, ‘আমরা শরিফুল, তাসকিন ও এবাদতকে (টেস্ট ফরম্যাটে) পেয়েছি। হ্যাঁ, টেস্ট দলের অংশ নন মোস্তাফিজ। আমি আপনাকে আগেই বলেছি, এটা দুঃখের বিষয় যে, মোস্তাফিজ আর টেস্ট ক্রিকেট খেলছেন না।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আজকাল খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দ আছে। তারা একটি ফরম্যাটে পারদর্শী হতে পারে এবং আমি মনে করি অন্য সবকিছুর সাথে টি-টোয়েন্টি প্রতিযোগিতা যা খেলোয়াড়দের খেলতে এবং বিপুল অর্থ উপার্জনের জন্য উৎসাহিত করে।’
মোস্তাফিজের প্রশংসাও করেছেন ডোনাল্ড। ২০১৬ সালেই মোস্তাফিজকে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে অভিহিত করেছিলেন তিনি। ডোনাল্ড বলেন, ‘আমি মোস্তাফিজের বিশাল ভক্ত এবং আমি ২০১৬ সালে বলেছিলাম, সাদা বলের ক্রিকেটে যে কোনো ব্যাটিং লাইনআপকে সমস্যায় ফেলার জন্য ভয়ংকর কৌশল আছে তার। তাকে সহজে অনুমান করা যাবে না।’
‘আমি ফিজের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। আমার মনে হয়, আমরা আড্ডায় বসতে যাচ্ছি, তাহলে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে আরো ভালোভাবে বোঝা যাবে। বাংলাদেশের ড্রেসিংরুমে এ নিয়ে কখনো আলোচনা হয়েছে কি-না জানি না। আমাদের কী ধরনের আক্রমণ করা দরকার বলে আপনি মনে করেন?’
ডোনাল্ড আরো বলেন, ‘প্রতিটি মানুষের আলাদা দক্ষতা এবং দলে আলাদা ভূমিকা রয়েছে। সঠিক পদ্ধতিটাকে আমরা একসাথে এগিয়ে নিবো। সাদা বল ও টেস্ট ম্যাচই আমাদের ক্রিকেটের পরিচয়। এটি অনেক বেশি বোঝার এবং এটি এমন একটি সিস্টেমে এগিয়ে নেয়া, যা বাংলাদেশি বোলারদের একটি ভাল ইউনিটে পরিণত করবে।’