মেসি-এমবাপ্পের গোলে পিএসজির জয়

হতাশা ভুলে স্বরূপে ফিরেছে পিএসজি। আগের ম্যাচে হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়েছে তারা। দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে ঝলক দেখিয়েছেন। সাঁত এতিয়েনকে হারিয়ে লিগ ওয়ানে জয়ের পথে ফিরল মাওরিসিও পচেত্তিনোর দল।

শুরুতে পিছিয়ে পড়ার পর জোড়া গোল করেন এমবাপ্পে। দুটি গোলেই অবদান রাখেন মেসি। তৃতীয় গোলটি করেন দানিলো পেরেইরা। ম্যাচের সপ্তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পান স্বাগতিকরা। তবে ১২ মিনিটে পাল্টা আক্রমণের পর ৪ মিনিট পরই এগিয়ে যায় সাঁত। নিজেদের ডি-বক্সের বাইরে তিনি বলের নিয়ন্ত্রণ হারালে দেনিস বুয়াঙ্গা দলকে এগিয়ে নেন।

এর পর বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ম্যাচের বিরতির আগে ৪২তম মিনিটে মেসি-এমবাপ্পের নৈপুণ্যে সমতায় ১-১ ফেরে পিএসজি। মেসির দারুণ পাস থেকে এমবাপ্পের জোরাল শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবারও এই দুই তারকার ঝলক। আবারও মেসি পাস থেকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। চার মিনিট পরই ফের সাঁত এতিয়েনের জালে বল। ম্যাচের ৫২ মিনিটে এমবাপ্পে সহযোগিতায় হেডে ব্যবধান বাড়ান পেরেইরা। ৩-১ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের সময়েও আধিপত্য ধরে রাখে পিএসজি। পরে আর কোনো গোল হয়নি।

এ জয়ের ফলে ২৬ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই।

পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় দুই নম্বরে থাকা জালাতান ইব্রাহিমোভিচের পাশে বসলেন এমবাপ্পে। দুজনেরই গোল ১৫৬ করে। তবে পিএসজির হয়ে সব থেকে বেশি গোল করার রেকর্ড এখনও এডিনসন কাভানির। তার গোলের সংখ্যা ২০০।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ