ডেস্ক রিপোর্ট: ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানা ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
এই মেট্রো রেল উদ্বোধনের কারণে ঢাকার যানজট অনেকাংশেই কমে আসবে বলে ধারণা নাগরিকদের। উত্তরার দিয়াবাড়ি থেকে আপাতত আগারগাঁও পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে চলবে এই মেট্রো রেল।
পথে আর কোন স্টেশনে থামবে না ট্রেনটি। পরবর্তীতে মতিঝিল হয়ে কমলাপুর গিয়ে শেষ হবে এই মেট্রো রেল।
বর্তমান আওয়ামী লীগ সরকারের পুরো কৃতিত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালি আওয়ামী লীগের নেতারা অভিনন্দন জানিয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন ইতালি আওয়ামী লীগের
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জিএম কিবরিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ ফকির, সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব ব্যাপারী এবং কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।তারা বলেন, দেশের উন্নয়নে স্বপ্নের পদ্মা সেতুর পর মেট্রো রেল একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ঢাকার নাগরিকদের যানজট থেকে কিছুটা হলেও মুক্ত করতে সক্ষম হবেন। ইতালি প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান এই নেতারা।
