সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের ভাড়া কিলোমিটার প্রতি ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হবে। তবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলার কথা থাকলেও আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গত ২২ আগস্ট এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, শুরুতে ১০ মিনিট পরপর একটি করে ট্রেন চালানো হবে। যাত্রীরা মেট্রোরেলে চলাচলে অভ্যস্ত হয়ে উঠলে এবং যাত্রীদের সংখ্যা বাড়লে ট্রেন চলাচলের বিরতি কমিয়ে আনা হবে। তখন প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি করে ট্রেন চলাচল করবে।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশে প্রথম মেট্রোরেল আগামী ডিসেম্বরে চালু হবে। প্রাথমিক অবস্থায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। প্রতি ট্রেনে ৬টি বগি করে মোট ১০টি ট্রেন ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। সকাল ৬টা থেকে দুই দিকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।
মেট্রোরেল সূত্রে জানা গেছে, উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ। চলতি বছরের ডিসেম্বরে এই অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে। কমলাপুর পর্যন্ত বাকী অংশের কাজও দ্রুতগতিতে চলছে। প্রথমে মতিঝিল পর্যন্ত হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে তা মতিঝিল ছাড়িয়ে কমলাপুর পর্যন্ত বাড়ানোর কারণে প্রকল্পের কাজ বেড়ে গেছে।