ডেস্ক রিপোর্ট: সাংবাদিক বুদ্ধিজীবী এবং একজন কলাম লেখক হিসাবে মাস্টার আবুল বাশার মালতের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। আওয়ামী রাজনীতির সাথে জড়িত ইটালির রাজধানী রোম প্রবাসী
জনাব বাশার মালত বহুদিন ধরেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি আর অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। দুদিন আগে একটি ফেইক পেজ থেকে শরীয়তপুরের কৃতি সন্তানদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যার জবাব দিয়েছেন বাশার মালত। আমাদের পাঠকদের জন্য তা হুবহু প্রকাশ করা হলো:
“”Probash rajniti নামের ফেইক ফেইসবুক আইডির কর্নধারকে বলছি, আপনার আইডি পর্যালোচনা করে আপনার ভদ্রবেশী কুৎসিত চেহারাটা জনগন জানতে পেরেছে! আপনি নিজেকে যত সেয়ানা মনে করেননা কেন? নিজেকে যত ভদ্র মার্জিত শিক্ষিত হিসাবে উপস্থাপনা করতে চাননা কেন? নিজেকে যত আমি কি হনুরে ভাবেননা কেন? আসলে আপনি একজন ফালতু ও মোনাফেক কিসিমে’র লোক! আপনি একজন জ্ঞানপাপী! আপনি ইতালি আওয়ামী রাজনীতির হিরো কোনদিন হতে পারবেননা। আপনি নিজ জেলার নেতৃবৃন্দের বিরুদ্ধে চোরের মতো ফেইক আইডি দিয়ে যতই কুৎসা রটান না কেন, আপনি সমাজে মুনাফিক হিসাবেই পরিচিত হবেন।
সময় আছে নিজেকে সংশোধন করে আত্মপরিচয়ে বীরের মতো নিজেকে প্রকাশ করুন। বীর পুরুষ সিংহের মতো গর্জন করে একবারই মরে! শিয়ালের মতো গর্তে লুকিয়ে কাপুরুষের মতো শত বছর বেচে থাকাতে চায়না।
ভাল থাকুন, নিজেকে সংশোধন করুন। আত্মপরিচয়ে নিজেকে উপস্থাপন করুন। আমি কোন নেতা না, বা পদ পদবীর লোভে দুর্নীতিবাজের চামচামিও করিনা। আমার কোন ভয় নাই কারন আমার কোন পদ পদবীর লোভ নাই। আমি সত্য বলে যাব। আপনি না থামলে আপনার পরিচয়ও একদিন দেখবেন সমাজে প্রকাশিত হয়ে গেছে, তখন মানুষের ঘৃনাই আপনি উপহার পাবেন, যদি আপনার লজ্জাবোধ থাকে। যদি আপনার লজ্জা না থাকে তবে স্বয়ং আল্লাহ পাক ছাড়া কেউ আপনাকে সংশোধন করতে পারবেনা। আল্লাহ আপনার মঙ্গল করুন এবং সুমতি দান করুন।”‘
