মায়ামিতে কঠিন সময় পার করছেন মেসি

ইন্টার মায়ামিতে হতাশা দিনকে দিন বাড়ছে লিওনেল মেসির। নিজের ছন্দহীনতার সঙ্গে আবার যোগ হয়েছে দলের পরাজয়। মেজর লিগ সকারে এবার অরল্যান্ডো সিটির কাছে তারা বিধ্বস্ত হয়েছে ৩-০ গোলে।

ফ্লোরিডা ডার্বির এই পরাজয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ৭ ম্যাচে মাত্র একটি জয়ের দেখা পেয়েছে মায়ামি। তাতে ইস্টার্ন কনফারেন্সে নেমে গেছে ছয় নম্বরে। তাদের পেছনে ফেলেছে অরল্যান্ডো।

পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা মেসি লক্ষ্য বরাবর মাত্র দুটি শট নিতে পেরেছিলেন। পরাজয়ের পর মেসি অ্যাপল টিভিকে বলেছেন, ‘এখন বোঝা যাবে কঠিন সময়ে আমরা আসলেই একটি দল কিনা। কারণ সব কিছু ভালোভাবে গেলে, তখন সব কিছু সহজ মনে হয়।’

মেসি মনে করেন, কঠিন এই সময়েই আরও একতাবদ্ধ হওয়া প্রয়োজন তাদের, ‘কঠিন সময় আসলে, আমাদের আরও একতাবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন। সত্যিকারের দল হয়ে ওঠা প্রয়োজন। তাহলে একসঙ্গে ওঠে দাঁড়ানো সম্ভব।’

হারের পর রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বকাপ জয়ী। কিন্তু পুরো ম্যাচের পারফরম্যান্সের সঙ্গে তার সম্পর্ক খুব সামান্যই। দুর্বল রক্ষণের সঙ্গে, মিডফিল্ড ছিল অগোছালো। আক্রমণেও ছিল না তেমন ধার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ