মানিকগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে শহরের সেওতা এলাকা থেকে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খালপাড় এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়ে।

এ সময় পুলিশ নেতাকর্মীদের বিচ্ছিন্ন করতে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের লাঠিচার্জ এবং টিয়ারশেলের আঘাতে বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়।

অপরদিকে নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে সদর থানার ওসি আব্দুর রউফসহ তিন পুলিশ সদস্য আহত হন। পরিবেশ শান্ত করতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসপি গোলাম মো. আজাদ হোসেন খান বলেন, আমরা এ বিষয়ে পরে বিস্তারিত জানাব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ