বিশেষ প্রতিনিধি (ইতালি)মালিক মনজুর : একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং নতুন বছরের ক্যালেন্ডার ও শিশুদের আরবি শিক্ষার বই বিতরণ করেছে জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা ইতালি শাখা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাফিজ শেখ মোঃ কামরুল রশিদ,স্থানীয় একটি রেস্টুরেন্টে এসোসিয়েশনের সভাপতি রায়হান আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল ইসলাম (আলমগীর) ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মোঃ শেখ কামরুল রশিদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেরোনার প্রবীণ মুরব্বি আবুল খায়ের, আবুল আজিজ, বদিউল আলম, মাহবুব আলম, আবিদ রাসেল, শরীফ উদ্দিন ,জসিম উদ্দিন, এনাম উদ্দিন, ও আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ কবির, সহ কোষাধ্যক্ষ ফরহাদ আহমেদ, দপ্তর সম্পাদক রিপন মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার আলম, ক্রীড়া সম্পাদক, রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন, কার্যনির্বাহী সদস্য এমডি আব্দুস সাত্তার, এমডি সুমন খান, মোহাম্মদ হারুন মিয়া প্রমুখ।
.আলোচনা সভা শেষে শহীদ মিনারে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ ও ২০২২ সালের নতুন ক্যালেন্ডার এবং বাচ্চাদের আরবি শিক্ষার বই বিতরণ করা হয়। পরিশেষে মুনাজাত এর মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।