যুক্তরাষ্ট্রের কোম্পানি ক্লাউডফ্লেয়ারকে ক্ষতিপূরণ দিতে হবে ৩২ লাখ ডলার। বুধবার জাপানের একটি আদালত এমন নির্দেশ দিয়েছেন। ক্লাউডফ্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ, তারা জাপানি কমিক মাঙ্গার নকল সংস্করণ বিতরণকারী ওয়েবসাইটকে সার্ভার ব্যবহারের সুবিধা দেয়।
জাপানের কমিক বা কার্টুন ধাঁচের চিত্রকলার একটি ধরন হলো মাঙ্গা। আর ক্লাউডফ্লেয়ার হলো ওয়েবসাইটের অবকাঠামো ও কনটেন্ট উপস্থাপনকারী কোম্পানি। আদালতের নির্দেশের বিরুদ্ধে তারা আপিল করার ঘোষণা দিয়েছে।
দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্গা প্রকাশ করে এমন চারটি প্রতিষ্ঠান ২০২২ সালে ক্লাউডফ্লেয়ারের বিরুদ্ধে টোকিওতে একটি মামলা করে। এতে অভিযোগ করা হয়, কপিরাইট আইন লঙ্ঘন করে বেশ কিছু ওয়েবসাইট মাঙ্গা বিক্রি করছে। আর এসব সাইটের সার্ভার হোস্ট করছে ক্লাউডফ্লেয়ার।
যে চারটি প্রতিষ্ঠান মামলা করে সেগুলো হলো- কোডানশা, গুইশা, শোগাকুকান ও কাদোকাওয়া। এগুলোর প্রকাশকরা বলেন, জাপানের মাঙ্গা শিল্প দীর্ঘদিন ধরে পাইরেসির সমস্যায় ভুগছে। এতে তারা প্রতি বছর বিপুল আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রকাশকরা আরও বলেন, মাঙ্গা নকলকারী দুটি বড় ওয়েবসাইটকে ক্লাউডফ্লেয়ার সার্ভার সরবরাহ করে। অনুমতি ছাড়াই এগুলোতে ৪ হাজারের বেশি মাঙ্গা প্রদর্শন করা হচ্ছে। প্রতি মাসে সাইট দুটির ভিজিটর প্রায় ৩০ কোটি।
মঙ্গলবার ‘অস্বাভাবিক ট্রাফিকের’ কারণে ক্লাউডফ্লেয়ার বড় ধরনের কারিগরি ত্রুটির মুখে পড়ে। এতে জনপ্রিয় প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার) ও চ্যাটজিপিটির সেবা ব্যাহত হয়। প্রায় অচল ছিল বিভিন্ন ওয়েবসাইটও। এমন ঘটনার কয়েক ঘণ্টার মাথায় টোকিওর আদালত থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ পেল কোম্পানিটি।





