মরক্কোতে কুয়ায় পড়ে নিহত শিশু রায়ানের কবরের পাশে আছে একটি কালো রঙের কুকুর দুই সপ্তাহ ধরে বসে আছে।
রায়ানকে কবর দিতে যখন নিয়ে আসা হচ্ছিল তখন সেই শবযাত্রার সঙ্গে কুকুরটিও সেখানে আসে। খবর আরব নিউজের।
সবাই চলে গেলেও বাসায় ফিরে যায়নি রায়ানের খেলার সঙ্গী ওই কুকুরটি। কবরের পাশেই প্রিয় মনিবের জন্য মন খারাপ করে বসে আছে কুকুরটি।
রায়ানের গোটা মরক্কোর মানুষ কেঁদে ছিলেন। কুকরও সেই তার মনিবের জন্য শোক কাটিয়ে উঠতে পারছে না।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বাবার সঙ্গে কাজ করতে গিয়ে কুয়ায় পড়ে যায় ৫ বছরের শিশু রায়ান। টানা পাঁচদিন উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো যায়ান রায়ানকে।
৫দিন পর তার নিথর দেহ কূপ থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার অভিযানের ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওতে দেখা গেছে, শত শত উদ্বিগ্ন উদ্ধারকর্মী এবং উৎসুক জনতা সেখানে জড়ো হয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইছেন। এঘটনার দুই সপ্তাহ পর আফগানিস্তানেও কোয়াতে পড়ে মারা গেল ৬ বছরের আরেক শিশু।