মালিক মনজুর, বিশেষ প্রতিনিধি (ইটালি) ২৩৭ জন যাত্রী এবং ৫১ জন নাবিক-ক্রু নিয়ে গ্রীসের ইগোউমেনিস্তা বন্দর থেকে দক্ষিণ-পূর্ব ইতালির ব্রিন্দিসি বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রিমালদি লাইন্সের একটি যাত্রীবাহী জাহাজে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে যায় তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গ্রীস-ইতালি নিয়মিত রুটে ইতালির পতাকাবাহী ইউরোফেরি অলিম্পিয়া জাহাজটির উপরিভাগ যখন আগুনে পুড়ছিলো তখন স্থলভাগ থেকে প্রায় ৯ মাইল দূরে সাগরে ছিলো জাহাজের অবস্থান।
ইতালির সংবাদ সংস্থা আনসা জানায়, দুর্ঘটনার পরপরই গ্রীক কোস্ট গার্ডের উদ্ধার কাজ সমন্বয়ের জন্য জরুরী যোগাযোগ করা হয় রাজধানী রোমে অবস্থিত ইতালিয়ান পোর্ট ক্যাপ্টেন কেন্দ্রীয় কম্যান্ডের সাথে। ইতালিয় কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ এবং উড়োজাহাজ রওয়ানা হয় ঘটনাস্থলের উদ্দেশ্যে, গ্রীক কোস্ট গার্ডের বিশেষ ইউনিটের সাথে ঐ রুটে টহলরত ইতালির ফিন্যান্সিয়াল গার্ড মিলিটারি পুলিশ (গুয়ার্দিয়া দি ফিন্যান্সা) একযোগে অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৭টা’র আগেই জাহাজ থেকে নিরাপদে সব যাএীকে নামিয়ে নিয়ে আসে।যাত্রীবাহী জাহাজে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে তদন্ত দল।
গুয়ার্দিয়া দি ফিন্যান্সা’র দুঃসাহসী সফল অভিযানের জন্য অভিনন্দন জানাতে কম্যান্ডেন্ট জেনারেল জুসেপ্পে জাফারানাকে ফোন দিয়ে পরিস্থিতি খবর নিয়েছেন ইতালিয় রাষ্ট্রপতি সের্জো মাত্তারেল্লা।