ক্লাব ও জাতীয় দলের ব্যস্ত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গেছেন স্প্যানিশ ফুটবলের নতুন সেনসেশন লামিনে ইয়ামাল। আর সেখানে গিয়েই দেখা হলো তার প্রিয় ফুটবলার, সাবেক বার্সেলোনা তারকা নেইমার জুনিয়রের সঙ্গে। শুধু দেখা নয়, দুজনের পার্টি, ঘোরাঘুরি ও খেলাধুলার মুহূর্তগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ইয়ামাল আগেই জানিয়েছিলেন, ছোটবেলা থেকে নেইমারকে অনুসরণ করেন তিনি। তার খেলার স্টাইলেও ব্রাজিলিয়ান তারকার প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন স্প্যানিশ উইঙ্গার। তাই ছুটির এই সময়টায় ‘আইডল’-এর সঙ্গে সময় কাটালেন বার্সার এই স্পেন তারকা।
নেইমারের সঙ্গে ইয়ামালের ছুটি কাটানো নিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সান্তোস তারকা নেইমার গত বৃহস্পতিবার রিও ডি জেনিরোর মানগারাবিতা শহরে নিজের বাসভবনে বার্সেলোনা তারকা ইয়ামালকে স্বাগত জানিয়েছেন। নেইমার নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইয়ামালের সঙ্গে সময় কাটানোর ভিডিও পোস্ট করেন।
ব্রাজিলে নেইমারের সঙ্গে সমুদ্রসৈকতের পাশে ফুটভলি খেলতে দেখা গেছে ইয়ামালকে। ফুটবল ও ভলিবলের সংমিশ্রণে গঠিত এই খেলায় ইয়ামাল বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা করেন নেইমার ও তার বন্ধুদের সঙ্গে। এরপর দুজনকে দেখা গেছে একটি স্পিড বাগি রাইডে, যেখানে তারা ব্রাজিলের সৌন্দর্য উপভোগ করেন। এছাড়াও একটি আর্কেড গেম সেন্টারে নেইমার ও ইয়ামালকে একসঙ্গে বাস্কেটবল খেলতে দেখা যায়। একটি পুল পার্টিতেও একসঙ্গে দেখা গেছে দুজনকে। দেখে মনে হবে, ৩৩ বছর বয়সী নেইমার যেন ছোট ভাইয়ের মতো করে আপন করে নিয়েছেন ১৭ বছর বয়সী ইয়ামালকে।
বার্সার হয়ে দুর্দান্ত মৌসুম শেষে এখন বিশ্রামে আছেন ইয়ামাল। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে না পারায় গ্রীষ্মটা পুরোপুরি নিজের মতো কাটানোর সুযোগ পেয়েছেন তিনি। এর আগে স্পেনের হয়ে ইউরোপিয়ান নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের বিপক্ষে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে তার ক্লাব-জাতীয় দলের ব্যস্ত মৌসুম।
বার্সার হয়ে সদ্যসমাপ্ত মৌসুমে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। তার এই পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অর আলোচনাতেও নিয়ে এসেছে। অনেকেই বলছেন, তিনি যেন মেসি ও নেইমারের এক অসাধারণ সংমিশ্রণ। এমনকি গুঞ্জন ছিল, নেইমারের অনুকরণ করতেই কোপা দেল রের ফাইনালের আগে চুলে সোনালী রঙ করেছিলেন ইয়ামাল।