দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবারের ম্যাচ শেষে উরুগুয়ে ও ইকুয়েডর নিশ্চিত করল কাতার বিশ্বকাপের টিকিট। এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনকারী দলের তালিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে যুক্ত হলো তারা।
আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলের জয়ে এদিন গোল করেছেন নেইমার। জাতীয় দলের জার্সিতে ফেরার ম্যাচে পেনাল্টি থেকে গোলদাতার খাতায় নাম লেখেন পিএসজি তারকা। এছাড়া ভিনিসিয়াস জুনিয়র, কৌতিনিয়ো ও রিচার্লিসনের গোলে ৪-০ তে চিলিকে হারায় সেলেসাওরা। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট ব্রাজিলের। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা, বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৫টায় তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলার।
জর্জিয়ান ডি আরাসকায়েতার লক্ষ্যভেদে পেরুকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। আর ৩-১ গোলে প্যারাগুয়ের কাছে হারলেও ইকুয়েডরের জায়গা হয়েছে মূল পর্বে। দুই দলেরই একটি করে ম্যাচ হাতে রেখে ২৫ পয়েন্ট। সমান ১৭ ম্যাচ খেলে পেরু ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।
২০টি করে পয়েন্ট নিয়ে পেরু, কলম্বিয়া এবং ১৯ পয়েন্ট পাওয়া চিলি পঞ্চম স্থানের লক্ষ্যে লড়বে। পাঁচে শেষ করা দলটি প্লে অফে মুখোমুখি হবে এশিয়ান কনফেডারেশনের প্রতিপক্ষের।
আগামী মঙ্গলবার বাছাইয়ের শেষ ম্যাচে পেরু প্যারাগুয়েকে স্বাগত জানাবে, কলম্বিয়া যাবে ভেনেজুয়েলায় ও চিলি ঘরের মাঠে খেলবে উরুগুয়ের সঙ্গে।