বিয়ের ২৪ দিনে সেই ব্রাজিল তারকাকে ‘ডিভোর্স’ দিলেন স্ত্রী!

বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার আদ্রিয়ানোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল তার স্ত্রীর।

কিছুদিন আগে ৪০ বছর বয়সি আদ্রিয়ানো মাইকেলা মেসকুইটারকে (২৫) বিয়ে করেন। কিন্তু বিয়ের মাত্র সাত দিন পর দুজন আলাদা থাকতে শুরু করেন।

ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম এক্সট্রা গ্লোবো ডটকমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান।

এক্সট্রা গ্লোবোর দাবি- বিয়ের এক সপ্তাহ পর বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল, সেটিও বাতিল করেছে এই জুটি।

বিয়ের কয়েক দিন পর বন্ধুদের সঙ্গে দক্ষিণ ব্রাজিলের পেনহায় গিয়েছিলেন আদ্রিয়ানো। একটি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে যান তিনি। দুই দিন পর বাড়ি ফিরে আসলে সেখানে তার অবস্থান নিয়ে মাইকেলার ঝগড়া হয়।

তারা এখন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে অনুসরণ করা বন্ধ করেছেন বলে জানা গেছে। মাইকেলারের অ্যাকাউন্টে সাবেক এই ফুটবলারের কোনো ছবি নেই।

ইন্টার মিলানে খেলার সময় থেকেই মাইকেলার সঙ্গে বন্ধুত্ব আদ্রিয়ানোর। সেখান থেকে প্রেম এবং শেষে কয়েক মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। গত নভেম্বর মাসে বিয়ে করেন আদ্রিয়ানো ও মাইকেলা।

২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছিলেন আদ্রিয়ানো। ২০১৬ সালে ৩৪ বছর বয়সে অবসর নেন এই তারকা ফুটবলার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ