বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৮০৭জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৩ হাজার ৯০৪ জন। শুক্রবার (২৫ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৮১ লাখ ৮৩ হাজার ৬৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬১ লাখ ৩৩ হাজার ৬৬৫ জনের।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ৪৭০ জন। রাশিয়ায় মারা গেছেন ৪১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৩৮৭ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৬২৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৫৯২ জন এবং মারা গেছেন ২৬১ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬৯০ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৮২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬২ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৯৪ জন এবং মারা গেছেন ৭৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ১৮২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ১২২ জন। এ ছাড়া ফ্রান্সে ১২৪ জন, জাপানে ১১০ জন, যুক্তরাজ্যে ১৫৯ জন, পোল্যান্ডে ১৪৬ জন, হাঙ্গেরিতে ৩৫ জন, হংকংয়ে ২০১ জন, আর্জেন্টিনায় ২৮ জন, ইরানে ৬৩ জন, মালয়েশিয়ায় ৬৪ জন, ইউক্রেনে ৫৫ জন, মেক্সিকোতে ১৫৮ জন এবং থাইল্যান্ডে ৮২ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ