প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান বিমসটেক শীর্ষ সম্মেলনে আলোচ্য বিষয় তুলে ধরে বলেছেন, এই সম্মেলনের শেষের দিন বিমসটেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে অর্পিত হবে। এরপর থেকে বিমসটেকের কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করবে বাংলাদেশ।
বুধবার (২ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
খলিলুর রহমান জানান, সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া দুটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সময় তিনি উপস্থিত থাকবেন। ৪ এপ্রিল তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।