বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতাকর্মীরা হলেন- দুর্গাপুর উপজেলা যুবদলের সদস্য বাবুল আহমেদ, আটপাড়ার সুনই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দুওজ ইউনিয়নের যুবদলকর্মী কাঞ্চন মিয়া, কলমাকান্দার কৈলাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আকন্দ, সদস্য মো. জয়নাল আবেদিন, উপজেলা ছাত্রদলের সদস্য লাবলু মিয়া, বারহাট্টার যুবদলকর্মী হিরা মিয়া, কেন্দুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বাকি পাঁচজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কোনো নেতাকর্মীকে পুলিশ আটক করেনি। বৃহস্পতিবার রাতে যে ১৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় নাশকতা ও বিস্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশের নিয়মিত অভিযান হিসেবে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ