বাহরাইনের জালে ৭ গোল দিল মেয়েরা

ইয়াংগুনে এএফসি উইমেন’স এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭–০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘সি’তে ২ জুলাই স্বাগিতক মিয়ানমারের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।

র‌্যাঙ্কিংয়ে বাহরাইন বেশ এগিয়ে। তাদের বিরুদ্ধে দারুণ ফুটবল উপহার দিয়েছে ঋতুপর্না চাকমা–শামসুন্নাহাররা। ১২৮ নাম্বারে থাকা বাংলাদেশের সঙ্গে কোনো বিভাগেই পেরে ওঠেনি ৯২তম স্থানে থাকা বাহরাইন।

ম্যাচের ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়র দলকে প্রথম এগিয়ে নেন। মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা ক্রস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রনে নিয়ে চোখে লেগে থাকার মতো গোল করেন তিনি। বাঁ পায়ের চিপ শটে জালে পাঠান বল।

এরপর ১৬ মিনিটে ঋতুপর্না চাকমার গোলটিও দেখার মতো ছিল। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে করা সেই গোলটির রিপ্লে দেখান তিনি। ৪০ মিনিটে লিড ৩-০ করে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরার জোড়া গোলে ৫-০ গোলে শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাহরাইন কিছুটা গোছানো ফুটবল খেলতে শুরু করলেও ৬০ মিনিটে আত্মঘাতী গোল করে দলটি। ৭৪ মিনিটে দুর্দান্ত গতিতে বল নিয়ে বাহরাইনের বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন মুনকি আক্তার। শেষ দিকে অফসাইডের কারণে বাতিল না হলে ৮-০ ব্যবধানের জয় হতে পারতো।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ