বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

যশোর সদরে বাবার মাটিবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে আপন দুই চাচাতো ভাইবোনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টার দিকে রূপদিয়ার জিরাট গ্ৰামে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো— ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪), জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)।

নিহত শিশু জাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশে বের হচ্ছিলেন। তখন তিনি খেয়াল করেননি পেছনে কেউ আছে কিনা। যখন গাড়ি পেছনের দিকে নিতে যান, তখন চাকায় বাধা অনুভব করেন।

বারবার পেছনের দিকে গাড়ি নিতে যাচ্ছি; তখন না গেলে গাড়ি থেকে নেমে দেখি আমার শিশু বাচ্চা জাহিয়া আর আমার ভাইয়ের ছেলে পিষ্ট হয়ে চাকার সঙ্গে এঁটে আছে।

কান্নাস্বরে তিনি আরও বলেন, ট্রলি যখন চালু করা হয়, তখন গাড়ির একটা ব্যাপক আওয়াজ হয়; সেই আওয়াজের মধ্যে তাদের চিৎকার শুনতে পায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশুর। ফলে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশু দুটি মরদেহ ময়নাতদন্ত বাদেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ