বান্দরবানে গুলিবিদ্ধ ৩ জনের মরদেহ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়িতে তিন জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) ও দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় এ তিন জন নিহত হতে পারেন।

বান্দরবন পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়ার কাছাকাছি এলাকা থেকে গুলিবিদ্ধ ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়। তিন জনই বম সম্প্রদায়ের। ময়না তদন্তের জন্য বান্দরবন হাসপাতালে লাশগুলো পাঠানো হয়েছে। অজ্ঞাত পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলিতে বম সম্প্রদায়ের এই ৩ জন নিহত হয়েছেন।

এ ছাড়া, হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এবং কেন ঘটলো- তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ