ডেস্ক রিপোর্ট: নারী ক্রিকেট বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশের বাঘিনিদের বিজয়ে জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি এবং স্বদেশ-বিদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় জনাব জসিম বলেন, নারী বিশ্বকাপের মঞ্চে বরাবরই পাকিস্তান একটি শক্তিশালী দল। সেই দলকে পরাজিত করে বাংলার নারীরা এক ইতিহাস সৃষ্টি করেছে।
আমি দলের ক্যাপ্টেনসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বলেন, সামনের খেলা গুলোতে বাংলাদেশের নারী ক্রিকেটাররা জয়ের প্রত্যাশা নিয়ে খেলবে এবং অন্তত আরো একটি বিজয় ঘরে তুলতে সক্ষম হবে। তিনি বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেট একটি গ্রহণযোগ্য পর্যায় পৌঁছেছে। আমরা আশা করব বাংলাদেশকে তুলে ধরতে এই ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
