বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাসেল আহমেদ, ফ্রান্স প্রতিনিধিঃ বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বাংলাদেশী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শনিবার সকালে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী,ফ্রান্স আওয়ামীলী‌গ ,বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গসহ সকল শহীদের রুহের রুহের মাগফিরাত কামনা করেন।দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ ‌দোয়া করা হয় ৷

পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ৷
এছাড়াও আলোচকগণ সুবর্ণ জয়ন্তী পেরিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন ৷ শেষে স্থানীয় শিল্পী ও কলাকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ৷
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের মুক্তিসংগ্রামে তার অসামান্য কৃতিত্বের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন এছাড়া জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উল্লেখ করে বাংলাদেশের বিগত এক দশকে উন্নয়নের দিকগুলো তুলে ধরেন। এছাড়াও তিনি রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সকল প্রবাসী বাংলাদেশীর দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান এবং দেশের স্বার্থ বিরোধী কর্মকান্ডের বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করেন।
এছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানান একটি ভিডিওবার্তার মধ্য দিয়ে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ