বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন কর্তৃক সরকারের নিকট পেশকৃত ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কর্ম বিরতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ ৬ই জানুয়ারী,বৃহস্পতিবার সকাল ৮.০০টা থেকে ১০.০০টা পর্যন্ত যমুনা অয়েল ডিপো ফতুল্লা নারায়ণগঞ্জ ,মূল গেইট এর সামনে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (যমুনা ডিপো ইউনিট)এর আয়োজনে কর্ম বিরতি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন হাজী শাহ জাহান ভূঁইয়া (সভাপতি বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন),রেজাউল করিম রেজা (সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন) ,জাহিদ হোসেন সাংগঠনিক সম্পাদক( বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন ),আব্দুল আজিজ( শ্রমিক কল্যাণ সম্পাদক বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন), মোঃ সাইদুর রহমান রিপন (সভাপতি বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ফতুল্লা যমুনা ও মেঘনা শাখা),শাহিন সরদার( কার্যকরী সভাপতি ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা ফতুল্লা শাখা) ,মোঃ সালাউদ্দিন( সাধারণ সম্পাদক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা ফতুল্লা শাখা) সহ আরও অনেকেই।
সভায় উপস্থিত বক্তারা বলেন,আমরা মনে করি ,ট্যাংকলরী শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের নিকট পেশকৃত এই ৯ দফা দাবী যুক্তিযুক্ত ও যুগোপযোগি দাবী।আশা করি আমাদের বহুল প্রত্যাশিত এই দাবীগুলো জননেত্রী শেখ হাসিনা বিশেষ ভাবে মূল্যায়ন করবেন।
সভা শেষে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর প্রতিনিধিগণ যমুনা অয়েল কোম্পানী লেবার ইউনিয়ন (সিবিএ) কার্যকরী সভাপতি জনাব মো: জয়নাল আবেদীন টুটুলের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সম্পাদক : ওয়াহিদুর রহমান