বাংলাদেশকে হারিয়ে দেশে ইতিবাচক খবর দিতে চায় লংকানরা

দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে রোববার ঢাকায় এসেছে শ্রীলংকা ক্রিকেট দল। বাংলাদেশে এসে সোমবার প্রথম দিনের অনুশীলনে গিয়েই লংকান ক্রিকেটাররা খবর পান গণআন্দোলনের মুখে তাদের দেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন।

চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকা এখন আন্তর্জাতিকভাবে প্রতিদিনই নেতিবাচক খবরে আলোচনায়। এমন পরিস্থিতিতে দেশবাসীকে ইতিবাচক কিছু দিতে চায় তাদের ক্রিকেট দল।

এ ব্যাপারে দলটির সহকারী কোচ নাভিদ নেওয়াজ সোমবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর জানান, দেশের সংকট আমার মনে হয় না এখানে আমাদের আক্রান্ত করেছে। বেশিরভাগ ক্রিকেটার তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে। কয়েক মাস ধরেই তাদের অনুশীলন চলছিল। শ্রীলংকার সাম্প্রতিক সংকটের কোনো প্রভাব আমি ক্রিকেটারদের মধ্যে দেখিনি।

তিনি আরও বলেন, দেশে এখন ভালো কোনো খবর নেই। যদি এখান থেকে ইতিবাচক কিছু নেওয়া যায় তাহলে দারুণ হবে। আমরা চাই দেশের তরুণ প্রজন্মকে যেন উৎসাহ দেওয়া যায়।

শ্রীলংকার সহকারী কোচ আরও বলেন, আমার মনে হয় বাংলাদেশ সিরিজটা আমাদের জন্য আন্তর্জাতিক খবরে আসার সেরা সুযোগ। আশা করছি ছেলেরা কিছু ইতিবাচক খবর দেশকে দিতে পারবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ