ডেস্ক রিপোর্ট: দুই বছর আগে ইতালি প্রবাসী সাংবাদিক, নিউজ টোয়েন্টিফোরের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন গিয়েছিলেন বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে। সেখানে গিয়ে আওয়ামীলীগ সম্পর্কে কিছু কথা লিখেছিলেন তার ফেসবুকে। পাঠকদের জন্য আমরা তা তুলে ধরলাম।
“”হে নেতা বঙ্গবন্ধু, তোমাকে জানিয়ে গেলাম তোমার আওয়ামী লীগ আজ হাইব্রিড নেতায় ভরে গেছে। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যাদের মিছিল মিটিংয়ে দেখিনি,ঢাকায় বিএনপি নেতাদের সাথে আতাত করে চলত,তারা আজ তোমার ৬ বোতামের কোর্ট পরে উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় গিয়ে বিশাল আওয়ামী লীগ নেতা বনে গেছে।
তাদের দাপটে আজ ত্যাগী নেতারা অসহায়। আমি বিরোধী দলে থাকাকালীন উপজেলা ছাত্রলীগে সহ সম্পাদক ছিলাম। আপনার কন্যা, আমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার সাথে সাথে বিদেশ পাড়ি দিয়েছি, এখন দেশে ফিরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়নের জন্য বিভিন্ন যায়গায় দৌড়াচ্ছি। জানিনা আদৌ মনোনয়ন দৌড়ে টিকব কিনা তবে তোমার আদর্শ থেকে দূরে রাখতে পারবে না কেউ। বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু তোমাকে আরো জানিয়ে যাই তোমার যোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রীদের কাতারে রয়েছে।তার সুদক্ষ পরিচালনায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে,দোয়া চাই তার জন্য তিনি যেন আমাদের মাঝে বেচেঁ থাকেন যুগযুগ ধরে কারন তাকে বাংলাদেশে বড্ড প্রয়োজন। হে জাতীর পিতা পাশাপাশি আমরা আশায় বুক বেধে আছি একদিন তোমার আওয়ামী লীগ হাইব্রিড মুক্ত হবে,মূল্যায়িত হবে ত্যাগী নেতারা। তোমার আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে বেচেঁ থাকতে চাই আজীবন।ত্যাগীরা অভিমানী হয়,বেঈমান নয়।মহান সৃষ্টি কর্তা আপনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক আমিন
তোমার সমাধীস্থল থেকে
রিয়াজ হোসেন”
