ফ্রান্স যেতে বাংলাদেশিদের করোনা টেস্ট লাগবে না

বাংলাদেশকে সবুজ তালিকাভুক্ত হিসেবে বিবেচনা করে করোনা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স। ফলে এখন থেকে বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, প্যারিসে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে।

 

তবে বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের পরীক্ষার (আরটি-পিসিআর) বাধ্যবাধকতা থাকবে।

এদিকে ফ্রান্সের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত ৩ মার্চ থেকে কার্যকর হবে। ফলে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যারা ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রেজেনেকা এবং জনসনের ভ্যাকসিন দিয়েছেন; তাদের ফ্রান্সে পৌঁছানো এবং ত্যাগ করার জন্য আর করোনা পরীক্ষার প্রয়োজন হবে না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ