স্পেন প্রতিনিধি:আন্তর্জাতক সেচ্ছাসেবী সংস্হা Foundation For Environment And Economic Development- FEED এর নির্বাহী পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল মুকিত চৌধুরী এক সংক্ষিপ্ত সফরে স্পেন আসছেন।
১৯ ফেব্রুয়ারি রাত ১০ টা ৩০ মিনিটে তিঁনি প্যারিস থেকে বার্সেলোনা হয়ে ave ট্রেনে আতুচা রেনফি স্টেশনে এসে পৌছেবেন।তাঁর স্পেন আগমন উপলক্ষে ফিড মাদ্রিদ ইউনিটের পক্ষ থেকে মাদ্রিদের বাংলাদেশ কমিউনিটির সাথে এক মতবিনিময় ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে ।এছাড়াও আব্দুল মুকিত চৌধুরী মাদ্রিদে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সংগঠনের সাথে শুভেচ্ছা বিনিময়,মানবাধিকার সংস্থা এবং স্পেনের মূল ধারার কয়েকটি আন্তর্জাতিক এনজিও সংস্থার সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাতের কথা হয়েছে।গত দুই সপ্তাহ আগে আব্দুল মুকিত চৌধুরী পারিবারিক সফরে বাংলাদেশ থেকে ইতালি এসে পৌঁছান ,তিনি ইতালির রোম , মিলান ও ভেনিস , সুইজারল্যান্ডের জুরিখ ,ফ্রান্সের প্যারিস ,বার্সেলোনা শহরের ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন স্ত্রী ও দুই সন্তান।
