প্রেম প্রত্যাখ্যান করায় বাবা-মাসহ কলেজছাত্রীকে মারধর

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজছাত্রীকে মারধর করেছেন রাকিব নামে এক যুবক। এ সময় ওই ছাত্রীকে বাঁচাতে তার বাবা, মা ও ভাই এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে জানা যায়।

এ ঘটনায় শনিবার ওই শিক্ষার্থীর দাদা শাহাজান মাস্টার বাদী হয়ে বখাটে রাকিবসহ ৯ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা করেন।

এর আগে শুক্রবার উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ওই শিক্ষার্থীর বাড়িসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা আহত শিক্ষার্থী ও তার বাবা-মাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন।

শনিবার হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজছাত্রী জানান, রাকিব ও তারা একই গ্রামে বসবাস করেন। তিনি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন। প্রায় ৫ বছর ধরে রাকিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রাইভেট ও কলেজে আসা-যাওয়ার পথে প্রায় রাকিব তাকে কুরুচিপূর্ণ কথা বার্তা বলত। বিষয়টি তিনি তার বাবাকে জানান। বাবা রাকিবের পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাননি তারা।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাকিব তার পথরোধ করে উত্ত্যক্ত করছিল। বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানাই। বিকালে বাবা যুবক রাকিবের পরিবারের কাছে নালিশ জানালে ক্ষিপ্ত হন রাকিব। শনিবার সকালে ছোট ভাই বাড়ির দরজার পাশে হাঁটছিলেন। এ সময় রাকির ও তার বন্ধু হৃদয় মিলে তাকে গাল মন্দ শুরু করেন। প্রতিবাদ করলে ভাইকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাদের চিৎকারে বাব মা এলে রাকিব ও তার পরিবারের সদস্য শালাউদ্দিন মেলাকার, তহমিনা, সামিরাসহ ১০/ ১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পরই অভিযুক্ত রাকিব ও তার পরিবার আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

কলেজের অধ্যক্ষ একে এম শাহ আলম খোকন জানান, ঘটনাটি শুনেছি। ওই বখাটে যুবকের বিরুদ্ধে মামলার জন্য ওসিকে সুপারিশ করা হয়েছে।

দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, শিক্ষার্থীকে উত্ত্যক্তকারী যুবক রাকিবসহ ৯ জনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ