পটুয়াখালীর মহিপুরে প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে তানিয়া নামের এক কলেজ শিক্ষার্থী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের নিজ বাড়িতে ওই শিক্ষার্থী ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে।
মৃত তানিয়া ধুলাসার আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্রী ছিল। তার বাবার নাম মাহাতাব গাজী।
তানিয়ার মা শামসুন্নাহার জানান, মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলিপুর বাজারের নাহিদ নামের এক ছেলের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। সেই ছেলের বিয়ের খবরে বৃহস্পতিবার সকালে তানিয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের আত্মহত্যার ঘটনা স্বীকার করে বলেন, হতভাগ্য কলেজছাত্রী প্রেমিকের বিয়ের খবরে বিষাক্ত ট্যাবলেট খেয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।