প্রাণভয়ে ইউক্রেন ছেড়েছে ১৩ লাখ মানুষ: জাতিসংঘ

রাশিয়ার আগ্রাসনের মুখে প্রাণভয়ে ইতোমধ্যে ইউক্রেন থেকে প্রায় ১৩ লাখ মানুষ পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, এরমধ্যে অর্ধেক মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। খবর আনাদোলুর।

রুশ হামলায় বিদ্যুবিহীন অবস্থায় খাবার ও পানীয় জলের ভয়াবহ শঙ্কটের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ এখন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার।

শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭ লাখ মানুষ ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছে, দেড় লাখেরও বেশি হাঙ্গেরিতে আর বাকিরা ইউরোপের অন্য দেশ গিয়ে আশ্রয় নিয়েছে।

পোল্যান্ড ও হাঙ্গেরির পর ইউক্রেইনের অপর প্রতিবেশী মালদোভা, স্লোভাকিয়া ও রোমানিয়ায় সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

রুশ হামলায় শনিবার পর্যন্ত ইউক্রেনের ১ হাজার ৫৮ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে ৩৫১ নিহত এবং ৭০৭ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ