ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ: ইউরোপে বসবাসকারী প্রায় ১০ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীর পাসপোর্ট সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক হস্তক্ষেপ কামনা করেছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরা তাদের পাসপোর্ট হারিয়ে নাম ঠিকানা জন্ম তারিখ ভুল দিয়ে থাকে। ফলে ঐসকল পাসপোর্ট নবায়ন করতে গিয়ে বিপাকে পড়ে প্রবাসী বাংলাদেশিরা। ইতালিসহ বিভিন্ন দেশের শেল্টার হোমে রয়েছে বিপুল সংখ্যক বাংলাদেশি। একটি পাসপোর্ট এর অভাবে অনেকেই বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানানো হয় এই সাংবাদিক সম্মেলনে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্ধমান নিরবাহী সদস্য আবু তাহির, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নয়ন মামুন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক আবুল কালাম মামুন, রেজাউল করিম, দপ্তর সম্পাদক মোসাদ্দেক হোসেইন সাইফুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ এম সি রোমেল,প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক রাসেল আহমদ, ইউরো বাংলা টেলিভিশন প্যারিস প্রতিনিধি তানজু চৌধুরীসহ আরো অনেকে। এই কর্মসূচির সহযোগিতায় ছিল অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব
উল্লেখ্য, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ইউরোপে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন কর্মসূচী ছাড়াও ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এসকল অধিবাসী সংশোধিত পাসপোর্ট হাতে না পেলে ইউরোপে বৈধতা থেকে বঞ্চিত হবে।