মাগুরার মহম্মদপুরের মাগুরা-মহম্মদপুর সড়কে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ২০ জনের অধিক আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কানুটিয়া তানহা ইটভাটার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামের আব্দুল সালাম মিয়ার ছেলে রাব্বি (২২), বিনোদপুর ইউনিয়নের বাবনপাড়া গ্রামের আব্দুর রশিদ মণ্ডলের ছেলে জসিম (২৫) এবং একই ইউনিয়নের বেথুলিয়া গ্রামের নির্মল বিশ্বাস (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ক্লাসিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মাগুরা থেকে ছেড়ে মহম্মদপুর আসছিল। বাসটি কানুটিয়া তানহা ব্রিকসের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও ইজিবাইক সড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও মহম্মদপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালকসহ তিনজন মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, থানার ওসি ইকরামুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মহম্মদপুর থানার ওসি মো. ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটির চালককে আটকের চেষ্টা চলছে।